Ekbalpur News: একবালপুরে মত্ত দুষ্কৃতীদের হামলায় মৃত্যু প্রতিবাদী যুবকের, বসানো হল পুলিশ পিকেট
ABP Ananda LIVE : বাড়ির সামনে মদের আসর, 'প্রতিবাদ' করায় হত্যা ।একবালপুরে মত্ত দুষ্কৃতীদের হামলায় মৃত্যু। ৯ সেপ্টেম্বর হামলা, আজ হাসপাতালে মৃত্যু। বাড়ির সামনে মদের আসর, প্রতিবাদ করায় চপারের কোপ। ৫জনের বিরুদ্ধে FIR, আলি রাজা নামে একজন আটক।
আরও পড়ুন...
বীরভূমে পাথর খাদানে ধস, ৬ জনের মৃত্যু, আহত ৩
বীরভূমে পাথর খাদানে ধস, ৬ জনের মৃত্যু, আহত ৩। নলহাটির বাহাদুরপুর পাথর খাদানে ধস, ৬ জনের মৃত্যু। খাদান থেকে পাথর সরানোর সময় দুর্ঘটনা, চাপা পড়ে মৃত্যু। গুরুতর আহত একজনকে নিয়ে যাওয়া হল বর্ধমান মেডিক্যালে। ধস নামার সময় পাথর খাদানে কাজ করছিলেন ১২ জন শ্রমিক। ঘটনার পরই পলাতক পাথর খাদানের মালিক। নিয়মের তোয়াক্কা না করে রমরমিয়ে চলছে খাদান, অভিযোগ শ্রমিকদের পরিবারের। পাথর খাদানের সুরক্ষা বিধি মানা হয়েছিল? তদন্তে পুলিশ।


















