Ekhon Kolkata (2): বাংলার পুলিশ অফিসারদের কর্মদক্ষতাকে স্বীকৃতি, পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল এসপি হলেন ৬ জন
বাংলার পুলিশ অফিসারদের কর্মদক্ষতার জন্য স্বীকৃতি স্বরূপ ৬ জন ডিএসপি আজ পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল এসপি হলেন। ৬ জন প্রোমোটি আইপিএসকে অ্যাডিশনাল এসপি থেকে এসপি করার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পুলিশের উর্দির জন্য বরাদ্দ ২০০ টাকা বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হল।
কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের পর এবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির জিজ্ঞাসাবাদ। এদিন সকাল ১১টার মিনিট কয়েক পরেই শিশুপুত্রকে কোলে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক-পত্নী। বেরোন বিকেল সোয়া ৫টা নাগাদ। সূত্রের খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে কলকাতায় এসেছে ইডি-র অফিসারদের একটি দল। দলে রয়েছেন ২ মহিলা অফিসার।
এর আগে দিল্লিতে ইডি-র সদর দফতরে একাধিকবার ডাকা সত্ত্বেও হাজিরা দেননি রুজিরা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতায় গিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। এরপরই আজ সিজিও কমপ্লেক্সে তলব করা হয় অভিষেক-জায়াকে, খবর সূত্রের।