ECI News : ২ ERO, 2 AERO-র বিরুদ্ধে FIR-এর নির্দেশে কড়া নির্বাচন কমিশন
ABP Ananda LIVE : ২ ERO, 2 AERO-র বিরুদ্ধে FIR-এর নির্দেশে কড়া নির্বাচন কমিশন। কমিশনের চিঠির জবাব দিতে বাধ্য মুখ্যসচিব, দাবি কমিশন সূত্রে । 'জবাবে সন্তুষ্ট না হলে বা ব্যাখ্যা না পেলে পদক্ষেপ করতে পারে কমিশন'। মুখ্যসচিবের বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে কমিশন, খবর কমিশন সূত্রে। 'ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর হতে পারে'। 'সংশোধনের সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই'। 'নির্বাচন কমিশনকে পুরোপুরি ক্ষমতা দিয়েছে সংবিধানের ৩২৪ ধারা'। 'ইলেক্টোরাল রোল তৈরি ও নির্বাচনের জন্য ৩২৪ (৬) ধারায় লোক দিতে বাধ্য রাজ্য'। 'নির্বাচন ঘোষণা হলে তবে কমিশনের ক্ষমতা থাকবে, এমন আইন নেই' । 'নির্বাচন কমিশন এবং ERO-র মাঝে কেউ আরও নেই'। ERO-র দায়বদ্ধতা শুধু কমিশনের কাছে, দাবি কমিশন সূত্রে।
Mamata Banerjee: 'রিংটোন, কলার-টিউনে সব জয় বাংলা করে নেবেন', ঝাড়গ্রামের সভা থেকে বার্তা মমতার
দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে তৃণমূল কর্মীর মুখে 'জয় বাংলা' স্লোগান শুনে সম্প্রতি মেজাজ হারিয়েছিলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্লোগান শুনেই নেমে আসেন গাড়ি থেকে। তৃণমূল কর্মীর অভিযোগ, তাঁকে মারধর করেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীরা। আর এই নিয়ে শুরু হয়ে যায় তৃণমূল-বিজেপি আকচা আকচি। এবার সেই 'জয় বাংলা' স্লোগানকেই মোবাইলের রিংটোন-কলারটিউন সেট করার নির্দেশ দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঝাড়গ্রামের সভা থেকে তিনি বললেন, "কেউ ফোন করলেই ফোন তুলে বলবেন, জয় বাংলা, বলুন। রিংটোন, কলারটিউনে সব জয় বাংলা করে নেবেন। কেউ উল্টোপাল্টা কিছু করতে এলে, ভয় দেখাতে এলে, আর অফিসারদের ভয় দেখাতে এলেও (যদি তাঁরা অন্যায় না করে থাকেন), মনে রাখবেন আমাদের অফিসারদের সুরক্ষা দেওয়ার ক্ষমতা আমাদের আছে।"



















