Fake Voter: মৃত ব্য়ক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে, নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন
ABP Ananda Live: মৃত ব্য়ক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে, নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কোনও ব্য়ক্তির মৃত্যুর সময় যে রেজিস্ট্রেশন করা হবে, তা সরাসরি ইলেকশন কমিশনের সিস্টেমেও আপডেট হয়ে যাবে।পাশাপাশি, নির্বাচনী কাজের জন্য যেসব বুথ লেভেল অফিসার বা BLO নিয়োগ করা হয়েছে, কমিশনের তরফে তাঁদের দেওয়া হবে পরিচয়পত্র।
NRI-কোটায় মেডিক্যালে ভর্তি-দুর্নীতি মামলায় ফের তৎপর ED
NRI-কোটায় মেডিক্যালে ভর্তি-দুর্নীতি মামলায় ফের তৎপর ED. সকাল সকাল নিউটাউন, কড়েয়া, বালিগঞ্জ-সহ ৫টি জায়গায় তল্লাশি শুরু হয়েছে। গোটা র্যাকেটে মিডলম্যান কারা ছিল, তার তালিকা তৈরি করে বিভিন্ন জায়গায় হানা দিয়েছেন ED-র আধিকারিকরা। NRI-কোটায় মেডিক্যালে ভর্তির নামে কত টাকা তোলা হয়েছিল, এই চক্রে আর কারা যুক্ত, কোথায়, কাদের সঙ্গে টাকা লেনদেন হয়েছে, সবই খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন নিউটাউনের CE ব্লকে ৬ তলা বহুতলে হানা দেয় ED. বেল বাজালেও দীর্ঘক্ষণ দরজা খোলেনি। এরপর নিরাপত্তা রক্ষীকে দিয়ে গেটের তালা খুলিয়ে ভিতরে ঢোকেন ED-র অফিসাররা। ED সূত্রে দাবি, সৌরভ সাহা নামে এক ব্যক্তি এডুকেশন ওয়ার্ল্ড নামে একটি কোচিং সেন্টার খোলে। তার আড়ালে জাল নথি তৈরি করে NRI-কোটায় মেডিক্যালে ভর্তি করানো হত। এই মামলায় কড়েয়ার তারক দত্ত রোডের একটি বাড়িতেও চলছে ED-র তল্লাশি।


















