Fake Voter: ২০২৪ সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে সংশোধন করতে হবে, ECI-এর সঙ্গে বৈঠকে দাবি TMC-র
ABP Ananda Live: ২০০৩ সালের ভোটার তালিকা নয়, ২০২৪ সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে সংশোধন করতে হবে। বাদ দিতে হবে ভুয়ো ভোটার। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে এই দাবি জানানোর পাশাপাশি, নির্বাচনী প্রচারের জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি কর্মসূচি বন্ধ করার আবেদন জানাল তৃণমূল কংগ্রেস। আপত্তি জানাল ভোট ঘোষণার পর রাজ্যপালের কার্যকলাপের বিরুদ্ধে। এ নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।
ডাম্পারের ধাক্কায় মৃত দুই পুলিশকর্মী। মঙ্গলবার গভীর রাতে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের মহিষাদল থানা এলাকার গাড়ুঘাটার কাছে টহলদারি পুলিশের গাড়িতে ডাম্পারের ধাক্কা, পুলিশ গাড়ি পড়লো পাশের নয়ানজুলিতে। দ্রুত আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুই পুলিশকর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত হয়েছেন আরো একজন। মৃত জয়ন্ত ঘোষাল, মহিষাদল থানায় সেকেন্ড অফিসার পদে কর্মরত ছিলেন অপরজন সেখ সাহানার, কনস্টেবল পদে ছিলেন। আহত আরো এক পুলিশ কর্মীর চিকিৎসা চলছে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে


















