Firhad Hakim: ফিরহাদের কর্মসূচিতে ছবি-বিতর্ক! রয়েছেন মমতা-মালা, নেই অভিষেক। ABP Ananda Live
লোকসভা ভোটে জয়ের পর ধন্যবাদজ্ঞাপন কর্মসূচিতে পাড়ায় পাড়ায় ঘুরছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন চেতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ধন্যবাদ জানিয়ে কার্ড বিলি করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী। কার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও মালা রায়ের ছবি থাকলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি নেই। যা নিয়ে যদিও ফিরহাদের দাবি, তৃণমূলে নবীন-প্রবীণের কোনও দ্বন্দ্ব নেই।
বাংলায় ৩০টি আসন টার্গেট করেও বিজেপিকে থামতে হয়েছে ১২-তে। অন্যদিকে, গতবারের থেকে সাতটি আসন বাড়িয়ে ২৯-এ পৌঁছে গেছে তৃণমূল। লোকসভা ভোটে বিপুল জয়ের পর রবিবার ধন্যবাদজ্ঞাপন কর্মসূচি শুরু করলেন ফিরহাদ হাকিম। যে কার্ড ফিরহাদ হাকিম বিলি করছেন, বিতর্ক শুরু হয়েছে তাকে ঘিরেই। কারণ, কার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), ফিরহাদ হাকিম ও কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়ের ছবি থাকলেও, নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।