ED on SSC: এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই প্রথম লুকআউট নোটিস সার্কুলার জারি ইডির
SSC নিয়োগ (Recruitement) দুর্নীতিকাণ্ডে এই প্রথম লুকআউট নোটিস (Lookout Notice) সার্কুলার জারি করল ইডি (ED)। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) ছেলে সৌভিক ভট্টাচার্যর নামে সার্কুলার (Cicular) জারি হয়েছে। ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India) ও অভিবাসন দফতরের কাছে সৌভিকের ছবি, পাসপোর্ট (Passport) সংক্রান্ত তথ্য ও নিয়োগ দুর্নীতি মামলায় মানিক-পুত্রের বিরুদ্ধে কী অভিযোগ, সেই সমস্ত তথ্য পাঠানো হয়েছে। এর আগে সৌভিক ভট্টাচার্যর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। ২২ ফেব্রুয়ারি সৌভিকের জামিন আবেদনের শুনানি রয়েছে। ইডি সূত্রে খবর, তার আগে মানিক-পুত্রের গা ঢাকা দেওয়ার আশঙ্কাতেই লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। এর আগে নিয়োগ দুর্নীতিকাণ্ডে মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করে সিবিআই।