TET Agitation: সল্টলেকের করুণাময়ীতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনের চার দিনে পা। Bangla News
সল্টলেকের করুণাময়ীতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনের চার দিনে পা। অনশনের ৫৪ ঘণ্টা, ধর্নার ৭৫ ঘণ্টা পার। এখনও নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা।গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন আন্দোলনকারী। করুণাময়ীতে ২০১৪-র টেট উত্তীর্ণদের ধর্না চলাকালীনই ২০১৭-র প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গেলে আটকায় পুলিশ। করুণাময়ী যাওয়ার রাস্তায় বসে পড়ে বিক্ষোভ ২০১৭-র টেট উত্তীর্ণদের। ’১৪ অনেক হল, এবার ’১৭-র খাতা খোলো, স্লোগান ২০১৭-র টেট উত্তীর্ণদের। ‘বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে, অভিযোগ ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের। তাঁদের সমস্যা পুরনো, আগে সেটা সমাধান হোক দাবি ২০১৪-র চাকরিপ্রার্থীদের।তাঁরা প্রশিক্ষণের পর টেট উত্তীর্ণ, ২০১৪-র ক্ষেত্রে তো ছাড় ছিল, দাবি ২০১৭-র টেট উত্তীর্ণদের