Gaighata: অনাস্থা ভোট দিয়ে গাইঘাটার শিমূলপুর পঞ্চায়েত প্রধানকে সরালেন তৃণমূলের ১১ জন সদস্য
বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চান স্বামী। তার আগেই তাঁর পঞ্চায়েত প্রধান স্ত্রীকে অনাস্থা ডেকে পদচ্যুত করল তৃণমূলেরই একাংশ। উত্তর ২৪ পরগনার গাইঘাটার শিমূলপুর পঞ্চায়েত প্রধান কনা গুহের বিরুদ্ধে ১১-০ ভোটে অনাস্থা প্রস্তাব পাশ করালেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন গাইঘাটা পঞ্চায়েত কমিটির পূর্ত কর্ম্যাধক্ষ ধ্যানেশনারায়ণ গুহ। তাঁর স্ত্রী কনা গুহ দলত্যাগ না করলেও ভোটের সময় নিষ্ক্রিয় ছিলেন বলে অভিযোগ। এরপরই তৃণমূলের একাংশ তাঁর বিরুদ্ধে অনাস্থা আনার প্রস্তুতি নিতে শুরু করে।
অন্য়দিকে, বিজেপির দুই সাংসদের তোলা পৃথক রাজ্যের রাজনীতিকে ঘিরে ক্রমেই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এবার হুগলির বৈদ্যবাটীতে জন বার্লা ও সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে পথে নামল তৃণমূল (TMC)। প্রতিবাদ মিছিলের পাশাপাশি শ্যাওরাফুলির পুলিশ ফাঁড়িতে দুই সাংসদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বিজেপির জেলা নেতারা দুই সাংসদের দাবির পাশে না দাঁড়ালেও পাহাড় ইস্যুতে পাল্টা তৃণমূলকে বিঁধেছেন। বাংলাকে ভেঙে পৃথক রাজ্যের দাবি তোলায় এর আগে হুগলিতেই চন্দননগর থানায় দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। এবার অভিযোগ জমা পড়ল শ্যাওড়াফুলিতে।
![Kolkata Robbery : টার্গেট বৃদ্ধ দম্পতি, একতলার গ্রিল কেটে দোতলায় ডাকাতদল, দমদমে দুঃসাহসিক লুঠ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4dc28b0cf45dba4470b71607f1cacb721739786142592535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![RG Kar News : রিঙ্গার ল্যাকটেট স্যালাইন-বিতর্কের পর নির্দিষ্ট একটি সংস্থার ইঞ্জেকশন বন্ধের সিদ্ধান্ত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/4027ad91cf0180c818b5849f01ef35741739785792871535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দুরা, 'মুখ্যমন্ত্রীকে বয়কট, কাল থেকে ধর্না'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/da417df7979d23e2a765e8e5e42c68dd1739784691039535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![West Bengal Assembly : বিধানসভা থেকে ১ মাসের জন্য সাসপেন্ড শুভেন্দুরা। নেপথ্যে কী কারণ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/456563ebff42fe07bd0d79891cb846121739784207323535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, ফের লুঠের অভিযোগ। কেন বারবার টার্গেট বয়স্করা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/d8041f5021c1a27d0bf5c71da4dc4f501739783084213967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)