Gosaba Tiger: গোসাবায় বাঘের হামলায় জখম বন দফতরের আধিকারিক | Bangla News
নতুন বছরের শুরুতেই গোসাবার আরও একটি গ্রামে বাঘের আতঙ্ক। বাঘের হানায় আক্রান্ত বন দফতরের আধিকারিক। তাঁর মুখে ও পায়ে আঘাত লাগে। বন দফতর সূত্রে খবর, এদিন অভিযানের সময় আচমকা হামলা চালায় রয়্যাল বেঙ্গল। বন দফতরের আধিকারিককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গতকাল চরঘেরি গ্রামে মেলে বাঘের পায়ের ছাপ। আজ সকালে লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের পরশমণি গ্রামে ঢুকল বাঘ। এদিন স্থানীয় মত্স্যজীবীরা সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর মিত্রবাড়ি জঙ্গলের কাছে গাড়াল নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান। খবর দেওয়া হয় বন দফতরে। পটকা ফাটিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা করেন বন দফতরের কর্মীরা। চরঘেরি গ্রামের জঙ্গলের দিকটি জাল দিয়ে ঘিরে দেওয়ার পরেও জায়গা বদল করেছে রয়্যাল বেঙ্গল। ফলে আশপাশের এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক।



















