Governor On Lynching Bill: '৫ বছর ধরে রাজভবনে আটকে গণপিটুনি-রোধক বিল', TMC-র অভিযোগের জবাব রাজ্যপালের
Governor On Lynching Bill: '৫ বছর ধরে রাজভবনে আটকে গণপিটুনি-রোধক বিল', তৃণমূলের অভিযোগের জবাব দিলেন রাজ্যপাল। রাজ্যের কাছে নির্দিষ্ট কিছু ব্যাখ্যা চাইলেও মেলেনি, দাবি রাজভবনের। 'বাম ও কংগ্রেসের তরফে বিলের বয়ান বদলের অভিযোগ করা হয়েছিল। ২০১৯-এ বিধানসভায় বিল পাসের সময় গণপিটুনির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল। কিন্তু রাজভবনে পাঠানো বিলের খসড়ায় মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল না।', চাঞ্চল্যকর দাবি করে এক্স হ্যান্ডলে পোস্ট রাজভবনের তরফে। দেশজুড়ে ইতিমধ্যেই চালু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা-সহ অপরাধমূলক তিন নতুন আইন। ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। এছাড়া, ১৮৯৮ সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট, ফৌজদারি ধারার পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ১৮৭২ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ভারতীয় সাক্ষ্য আইনের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই ৩টি অপরাধমূলক নতুন আইন গোটা দেশে কার্যকর হয়েছে। ABP Ananda LIVE