Gujrat News: গুজরাতের বনসকাণ্ঠায় বাজির গুদামে অগ্নিকাণ্ড, মৃত ১০
ABP Ananda Live: গুজরাতের বনসকাণ্ঠায় বাজির গুদামে অগ্নিকাণ্ড, মৃত ১০। বাজির গুদামে আচমকা আগুন, ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু ১০ জনের। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে উড়ে গেছে গুদামের ছাদ। বাড়তে পারে হতাহতের সংখ্যা, ধ্বংস্তূপে অনেকের আটকে থাকার আশঙ্কা।
NTPC-র রেললাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের
ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের কাছে NTPC-র রেললাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। জখম হয়েছেন ৪ জন। গতকাল রাত ৩টে নাগাদ দুর্ঘটনা ঘটে। পূর্ব রেল সূত্রে খবর, লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে দ্রুত গতিতে এসে আরেকটি মালগাড়ি ধাক্কা মারে। সাহেবগঞ্জের কাছে ফারাক্কা-লালমাটিয়া MGR লাইনে দুর্ঘটনা ঘটে। দুটি মালগাড়ির ইঞ্জিনই খেলনার মতো টুকরো টুকরো হয়ে এধার-ওধার ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন ও কয়লা বোঝাই বগিতে আগুন ধরে যায়। দমকল গিয়ে আগুন নেভায়। এর জেরে ওই রুটে মালগাড়ি চলাচল ব্যাহত হয়।রেলের মালদা ডিভিশনের সহযোগিতা চায় NTPC. এরপরই রেলের তরফে ক্রেন পাঠানো হয়।



















