Recruitment Scam: ১,৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতির, বিজ্ঞপ্তি জারি করল SSC | Bangla News
Recruitment Scam: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নির্দেশে গ্রুপ ডি' (Group D)তে ১,৯১১ (1911)জনের চাকরি বাতিল (Job Cancel) হল। চাকরিপ্রার্থীদের সুপারিশপত্র প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করল SSC। নিয়োগপত্র প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন, ১,৯১১ জনের জায়গায় ওয়েটিং লিস্ট (Waiting List) থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া (Recruitment) শুরু করতে হবে SSC'কে। ওয়েটিং লিস্ট থেকে যোগ্য প্রার্থীদের নাম ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করতে হবে। ৬ মার্চের মধ্যে নথি যাচাই করে সুপারিশ পত্র দেওয়ার কাজ শেষ করার চেষ্টা করতে হবে। ওয়েটিং লিস্টের প্রার্থীদের OMR শিটও (OMR Sheet) যদি বিকৃত করা হয়ে থাকে তাদের নামও বাতিল করতে হবে। অবিলম্বে ১,৯১১ জনের বেতন বন্ধের (Salary Hold) নির্দেশও দিয়েছেন বিচারপতি। প্রয়োজনে ১,৯১১ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে CBI। স্কুলে ঢুকতে পারবেন না। দেশের কোন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় (Governmet Recruitment) অংশ গ্রহণ করতে পারবেন না। কোনও ক্ষেত্রেই আদালতের অনুমতি ছাড়া এদের পুলিশ ভেরিফিকেশন (Police Verification) করা যাবে না। নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।