Mandarmani News: মন্দারমণিতে সৈকত লাগোয়া হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মন্দারমণিতে সৈকত লাগোয়া হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের। জাতীয় পরিবেশ আদালতের রায় মেনে হোটেল ভাঙার নির্দেশ দেন জেলাশাসক। সেই নির্দেশে স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। ৩০ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। মামলায় সব পক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।
আরও খবর...
লোহা পাচারের অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার ২ তৃণমূল নেতা। দুর্গাপুর ৩ নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি রিন্টু পাঁজা গ্রেফতার। দুর্গাপুরের ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী রিন্টু। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অরবিন্দ নন্দীকে। বন্ধ কারখানা থেকে লোহা চুরি ও পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছে তাঁরা। দুর্নীতি ঢাকতেই গ্রেফতারির নামে আইওয়াশ, কটাক্ষ বিজেপির। ধৃত তৃণমূল নেতাদের ৩দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের।
বনগাঁয় স্কুলের সামনে বিস্ফোরণ, জখম ২ ছাত্র। স্কুলের সামনে রাখা স্টোনচিপের স্তূপে এই বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে।