(Source: ECI/ABP News/ABP Majha)
HS Result 2023: উচ্চ মাধ্যমিকের ফলঘোষণা, পাসের হার ৮৯.২৫ শতাংশ | ABP Ananda LIVE
HS Result 2023: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট । উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় ২ জন, প্রাপ্ত নম্বর ৪৯৫। দ্বিতীয় বাঁকুড়ার সুষমা খান ও উত্তর দিনাজপুরের আবু সামা, উচ্চ মাধ্যমিকে তৃতীয় ৪ জন, প্রাপ্ত নম্বর ৪৯৪। তৃতীয় চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনসূয়া সাহা। তৃতীয় আলিপুরদুয়ারের পিয়ালি দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক। ‘৫৭ দিনের মাথায় ফলপ্রকাশ’। ‘এবার সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী’। ‘এই প্রথমবার মার্কশিটে QR কোড ব্যবহার করা হয়েছে’। ‘ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি’। ‘এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪’। ‘এবার পাসের হার ৮৯.২৫ শতাংশ’। ‘ছেলের পাসের হার ৯১.৮৬ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ’। ‘পাসের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর’। ‘১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি’। ‘প্রথম বিভাগে উত্তীর্ণ ৩৮ শতাংশের বেশি’
‘৩১ মে মার্কশিট বিলি’