Holi 2025: বড়িশা ক্লাবে পালিত হল দোল উৎসব, হল শোভাযাত্রা। ABP Ananda Live
Kolkata News: বড়িশা ক্লাবে পালিত হল দোল উৎসব, হল শোভাযাত্রা। চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠেও পালন করা হচ্ছে দোল উৎসব। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা হয়। শ্রীচৈতন্যদেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে প্রণাম করে মঠের সন্ন্যাসী, মহারাজ এবং উপস্থিত ভক্তরা নিজেদের মধ্যে আবির খেলায় মেতে ওঠেন। তারপর খোল-করতাল বাজিয়ে চলে মঠ প্রদক্ষিণ। দোলের দিন কৃষ্ণপ্রেমে মাতোয়ারা মায়াপুরের ইসকন মন্দির। শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে মন্দিরে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এসেছেন। মায়াপুরের ইসকন মন্দিরে গৌড় পূর্ণিমা উৎসবের সূচনা হয়। আবির বা অন্য রং নয়, এদিন কৃষ্ণপ্রেমে নিজেদের রাঙিয়ে নেওয়ার পালা। সকালে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, দিনভর বিশেষ পুজোর সঙ্গে হরিনাম সংকীর্তন।


















