Hooghly News: হুগলির বলাগড়ে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ | ABP Ananda
ABP Ananda LIVE: হুগলির বলাগড়ে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরকাণ্ডে মূল অভিযুক্ত জিরাট পঞ্চায়েতের তৃণমূল সদস্য গৌতম ধর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপির কিষাণ মোর্চার বলাগড়ের ব্লক সভাপতি সমীর হালদার। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলার ছবি। অবস্থার অবনতি হওয়ায় আহত বিজেপি নেতাকে চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সালিশি সভা নিয়ে বচসা, থানায় অভিযোগ জানালে হামলা, অভিযোগ বিজেপির। আক্রান্ত নেতার বিরুদ্ধে মহিলাদের কটূক্তি করার পাল্টা অভিযোগ তৃণমূলের। হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
এবার স্কুলেও থ্রেট কালচারের অভিযোগ উঠল। সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলের শিক্ষিকা পাপিয়া রায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির একাংশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
আর জি কর মেডিক্যালে চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনার পর, রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষাপটেই এবার স্কুলেও থ্রেট কালচারের অভিযোগ উঠল। সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন, কোচবিহারের মেখলিগঞ্জের ভোটবাড়ি সীতানাথ হাইস্কুলের শিক্ষিকা পাপিয়া রায়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির একাংশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি।