এক্সপ্লোর
Train Problem: নন ইন্টারলকিং সিস্টেমের কাজ, সিঙ্গুর ও নালিকুলের মধ্যে বন্ধ ট্রেন চলাচল
সিঙ্গুর (Singur) ও নালিকুল (Nalikul) স্টেশনের মাঝে হবে নন ইন্টারলকিং সিস্টেমের কাজ। তার জন্য় আজ সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত এই দুই স্টেশনের মাঝে কোনও ট্রেন চলাচল করবে না। অন্যদিকে, মেরামতির কাজের জন্য গতকালে থেকে সোমবার, শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন। পাশাপাশি শিয়ালদা-নৈহাটি রুটেও শনি ও রবিবার একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের।
আরও দেখুন






















