এক্সপ্লোর
Firingi Kalibari Kali Pujo 2023: ফিরিঙ্গি কালীবাড়িতে কেমন চলছে কালীপুজোর প্রস্তুতি? ABP Ananda Live
Kali Pujo 2023: অ্যান্টনি কবিয়াল। তাঁর নামেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের (Central Avenue) বিখ্যাত কালী মন্দির, ফিরিঙ্গি কালীবাড়ি ( Firingi Kalibari)। এই মন্দির ঘিরেও নানা কিংবদন্তী। কথিত আছে, মামার বাড়িতে এলে একচালার মন্দিরে গিয়ে মাকে গান শোনাতেন অ্যান্টনি কবিয়াল। মহামায়ার স্বপ্নাদেশ পেয়ে নিজে হাতে গড়েন মা সিদ্ধেশ্বরীকে। সেই থেকে ঐতিহ্য মেনে ফিরিঙ্গি কালীবাড়িতে (Firingi Kalibari) পূজিত হন মা। যদিও মন্দির কর্তৃপক্ষের মতে, বাঙালি মেয়েকে বিয়ে করার পর অ্যান্টনি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন। সেইসময় এখানে শিবের উপাসনা হত। সেখানেই মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন অ্যান্টনি কবিয়াল। ABP Ananda Live
জেলার
হাকিমুলের ওপরে আক্রমণের একটাই কারণ সওকত মোল্লার তা হল হাকিমুলের জনপ্রিয়তা:আরাবুল
আরও দেখুন



















