Narasinha Dutt College: হাওড়ার নরসিংহ দত্ত কলেজে র্যাগিং, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির
ABP Ananda LIVE : হাওড়ার নরসিংহ দত্ত কলেজে র্যাগিং, প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। ইউনিয়ন রুমে নবাগত ছাত্রদের ওপর র্যাগিং এর প্রতিবাদে বিক্ষোভ। মূল অভিযুক্ত সৌভিক রায়ের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। দেড় বছর আগে র্যাগিংয়ের ঘটনায় শোকজ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি। হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত পড়ুয়াদের র্যাগিংয়ের অভিযোগ। কসবাকাণ্ডের আবহে র্যাগিংয়ের ছবি ফের ভাইরাল হওয়ায় তোলপাড়।
নিউ আলিপুরে তোলার টাকা না পেয়ে পুলিশের বিরুদ্ধে ৩০-৩৫টি ট্রাক ভাঙচুর করার অভিযোগ উঠল। প্রতিবাদে নিউ আলিপুরে পথ অবরোধ করেন ট্রাক মালিক ও চালকরা। অভিযোগ, তোলা না পেয়ে পার্ক করা পণ্যবাহী ট্রাকগুলিতে ভাঙচুর চালায় নিউ আলিপুর থানার পুলিশ। সার দিয়ে দাঁড় করানো কাচ ভাঙা ট্রাক। অভিযোগ, ভাঙচুরের পাশাপাশি, ট্রাকগুলির টায়ার পাংচার করে দেয় পুলিশ। পুলিশের দাবি, কোনওমতেই রাস্তা অবরোধ করা যাবে না। অভিযোগ থাকলে পুলিশের কাছে জানাতে হবে। অভিযোগ খতিয়ে দেখে দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।





















