Fake Medicine: রাজ্যে ফের জাল ওষুধ চক্রের হদিশ, গ্রেফতার ১
ABP Ananda Live: রাজ্যে ফের জাল ওষুধ চক্রের হদিশ। আমতার একটি ওষুধ সরবরাহকারী সংস্থার মালিক গ্রেফতার। ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়েছে। আমতার মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা। গোডাউনে হানা ড্রাগ কন্ট্রোল দফতরের আধিকারিকদের। ১৭ লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত। নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে ওষুধের উপর লাগিয়ে চলছিল প্রতারণা, খবর সূত্রের।
সাউথ সিটি মলে বম্ব স্কোয়াড ! শহরের অভিজাত মলে কলকাতা পুলিশের বিশাল বাহিনী..
শহরের অভিজাত মলে ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড! আজ বিকেলে সাউথ সিটি মলে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকে শপিং মল। কলকাতা পুলিশের তরফে চলল মক ড্রিল। জঙ্গি নাশকতার ঘটনায় কীভাবে সামাল দেওয়া হবে তার জন্য প্রস্তুতি সারল পুলিশ।
প্রসঙ্গত, রাজ্যে যেভাবে একের পর এক জঙ্গি যোগ প্রকাশ্যে আসছে, তাই এবার আগাম সতর্ক প্রশাসন। সবথেকে বড় কথা,দক্ষিণ কলকাতার অন্যতম বড় শপিংমল হল সাউথসিটি। এখানে প্রতিদিনই প্রচুর মানুষের আনাগোনা হয়। আচমকা কোনও কিছু ঘটলে, এই বিপুল সংখ্যক মানুষকে কীভাবে নিরাপত্তা দিয়ে সরিয়ে নিয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে, তা সবসময় লক্ষ্য থাকে প্রশাসনের। এদিন বিকেলে মূলত সেই কারণেই সাউথ সিটি মলে চলল মহড়া।সাউথ সিটি মলে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী এসে চালাল মক ড্রিল।



















