Headline Today 29 August : ভারতের পাক-বধ, শুভেচ্ছাবার্তা মোদির
১। টি-২০ বিশ্বকাপের বদলা এশিয়া কাপে। দুবাইয়ে পাকিস্তানকে পাঁচ উইকেটে উড়িয়ে দিল রোহিতের ভারত। শেষ ওভারে ছয় মেরে অনবদ্য ফিনিশ হার্দিকের। শুভেচ্ছাবার্তা মোদির।
২। সুপ্রিম কোর্টের নির্দেশে কয়েক সেকেন্ডে ধূলিসাৎ নয়ডার টুইট টাওয়ার। ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে গুঁড়িয়ে দেওয়া হল কুতুব মিনারের চেয়েও উঁচু জোড়া ইমারত।
৩। ঝর্ণা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস জোড়া ইমারত। ৮০ হাজার টন ধ্বংসাবশেষ সরাতে লাগতে পারে তিন মাস। দূষণের মাত্রা মাপতে বিশেষ ডাস্ট মেশিন। ধুলোয় ঝড় সামলাতে স্মগ গান।
৪। বিস্ফোরণের জেরে ধুলোর ঝড়ে ঢাকল আকাশ। নয়ডায় পাশের এটিএস সোসাইটির দেওয়ালে হালকা ফাটল। ক্ষতি গাছের, পুরু ধুলোর আস্তরণ।
৫। নয়ডার অপারেশন ডিনামাইটে মাটিতে মিশল দুর্নীতির সুপারটেক যমজ অট্টালিকা। বিস্ফোরণের প্রায় ৭ ঘণ্টা পর ফেরানো হল আশেপাশের আবাসনের বাসিন্দাদের।



















