Jadavpur University: যাদবপুরকাণ্ডে চড়ছে পারদ, প্রতিবাদে আজ নাগরিক মিছিলের ডাক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: যাদবপুরকাণ্ডে চড়ছে পারদ, প্রতিবাদে আজ নাগরিক মিছিলের ডাক । মিছিলের ডাক দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী পড়ুয়ারা । শিক্ষার্থী সমাজের ওপর তৃণমূল-বিজেপির আক্রমণের অভিযোগ পড়ুয়াদের । দুপুর তিনটেয় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জমায়েতের ডাক দিয়েছেন পড়ুয়ারা । সোমবার দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেডলাইন পড়ুয়াদের । ডেডলাইনের মধ্যে কর্তৃপক্ষের কেউ আলোচনায় না বসলে, শাটডাউনের হুঁশিয়ারি
মালদার স্কুলে পরীক্ষার আগে তল্লাশিতে 'আপত্তি', শিক্ষকদের 'মার' !
পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও যেমন গুরুত্ব দিয়ে দেখা হয়, ঠিক ততটাই পরীক্ষাকেন্দ্রে নকল রুখতেও কড়া নজর শিক্ষা দফতরের। চলতি বছরেও সেই মতোই বুধবার ইংরেজি পরীক্ষার আগে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের তল্লাশি করেন শিক্ষকরা। কিন্তু এরপরেই ভয়াবহ ঘটনাটি ঘটে যায় মালদার এক স্কুলে ! এবার মালদায় শিক্ষক নিগ্রহের ঘটনায় সিসি ফুটেজ প্রকাশ্যে।



















