Budget 2025: 'প্রযুক্তি থেকে নীতি সবক্ষেত্রে যুগান্তকারী সংস্কারবাদী পদক্ষেপ',বাজেট নিয়ে বললেন জগন্নাথ | ABP Ananda LIVE
Budget news: মধ্য়বিত্তদের স্বস্তি। ১২ লক্ষ পর্যন্ত আয় করমুক্ত, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। মধ্য়বিত্তদের স্বস্তি। ১২ লক্ষ পর্যন্ত আয় করমুক্ত, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। সাশ্রয়ের বাজেটে উচ্ছ্বসিত মধ্যবিত্ত। বার্ষিক ১২ লক্ষ আয়ে সাশ্রয় সাড়ে একাত্তর হাজার। ১৩ লক্ষে সাশ্রয় ২২ হাজার, ১৫ লক্ষে সাড়ে বত্রিশ হাজার। ২৫ লক্ষ বার্যিক আয়ে লক্ষাধিক টাকার সাশ্রয়। মধ্যবিত্ত থেকে প্রবীণ-বাজেটে দরাজ কেন্দ্র। জনতার বাজেট। দেশের স্বপ্নপূরণের বাজেট। বললেন প্রধানমন্ত্রী। বিমাক্ষেত্রে বাড়ল বিদেশি বিনিয়োগ। ৭৪ শতাংশ থেকে বেড়ে বিমায় FDI ১০০ শতাংশ করার প্রস্তাব কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ক্যান্সার-সহ ৩৬টি জীবনদায়ী ওষুধ পুরোপুরি শুল্কমুক্ত। জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যানসার সেন্টার। দেশে আরও ২০০টি ডে কেয়ার ক্যানসার সেন্টার।
প্রতিবারের মতো এবারও নজর কাড়ল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট-স্পেশাল শাড়ি
প্রতিবার বাজেট পেশের দিন শাড়িতে নজর কাড়েন নির্মলা সীতারমণ। এবারও তার ব্যতিক্রম হল না। তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট পেশের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দেখা গেল অফ হোয়াইট রঙের হ্যান্ডলুম সিল্কের ওপর মধুবনী প্রিন্টের কাজ করা শাড়িতে। আট বছরে আট রকম শাড়ি। একটানা আটবার বাজেট পেশের রেকর্ড গড়লেন নির্মলা সীতারমণ। প্রতিবারের মতো এবারও নজর কাড়ল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট-স্পেশাল শাড়ি। এবার নির্মলার পরনে ছিল সোনালি পাড়ের অফ হোয়াইট রঙের শাড়ি, যার গায়ে মধুবনী প্রিন্টে আঁকা মাছের নকশা। সঙ্গে মিক্সড অ্যান্ড ম্যাচ লাল ব্লাউজ, সাদা শাল। বিহারের মিথিলা অঞ্চলের মধুবনী চিত্রকলার বৈশিষ্ট্য হল রঙের উজ্জ্বলতা আর প্রতীকী কারুকাজ।
নির্মলার জন্য বিশেষভাবে এই শাড়ি তৈরি করেছেন পদ্মশ্রী দুলারি দেবী। এ বছরের নভেম্বরে বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা। বিজেপির সামনে চ্য়ালেঞ্জ ক্ষমতা ধরে রাখার। তার আগে বাজেটে নির্মলা পরণে বিহারের মধুবনি আর্ট প্রিন্টের শাড়ি।



















