Pune Migrant Labour: ফের মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, পোস্ট করে অভিযোগ তৃণমূলের
ABP Ananda LIVE :ফের মহারাষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু । মুম্বইয়ের পর পুণে, জলপাইগুড়ির বাসিন্দার 'রহস্যমৃত্যু' । বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের টার্গেটেড কিলিংয়ের অভিযোগ তৃণমূলের । 'পুণে থেকে এক ঠিকাদার বাড়িতে পাঠিয়েছে রক্তাক্ত দেহের ছবি' । 'দেহে একাধিক ক্ষত চিহ্ন, গলায় ধারাল অস্ত্রের আঘাত' । 'এটা শুধু আটক করে হেনস্থা, ফেরত পাঠানো নয়, এটা টার্গেটেড কিলিং' । পুণেতে বিন্নাগুড়ির পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু নিয়ে অভিযোগ তৃণমূলের । বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের চিহ্নিত করে হামলা, খুন করা হচ্ছে' 'বাঙালিদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস, দেখতেই পাচ্ছে না জাতীয় মানবাধিকার কমিশন' মহারাষ্ট্রে জলপাইগুড়ির দীপু দাসকে খুনের অভিযোগে আক্রমণে তৃণমূল।দেহের ছবি দেখে একে স্বাভাবিক মৃত্যু বলে মানতে নারাজ শ্রমিকের পরিবার। আর ময়নাতদন্তের পর দেহ শনাক্ত করতে মহারাষ্ট্রে গেল ৩ সদস্যের টিম। যে টিমের মধ্য়ে রয়েছেন রাজ্য পুলিশের একজন আধিকারিকও। দলে রয়েছেন ভোরের আলো থানার অ্যাসিস্টান্ট সাব ইনস্পেক্টর বিনোদ রাম, মৃত শ্রমিকের ভাই অপু দাস, ও তাঁদের আত্মীয় গৌরাঙ্গ দাস। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপু দাস। ১৫ বছর ধরে ভিন রাজ্যে কাজ করতেন তিনি। ২ মাস আগে পুণেতে শ্রমিকের কাজে যান তিনি। মঙ্গলবার তাঁর পরিবারের কাছে মৃত্যুর খবর দেন ঠিকাদার। বলা হয়, কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে দীপু দাসের। তাঁর পরিবারকে পাঠানো হয় মৃতদেহের বেশ কয়েকটি ছবি। যাতে, গলায় স্পষ্ট দেখা যাচ্ছে আঘাতের দাগ। আর এই নিয়েই ধোঁয়াশায় রয়েছেন নিহত শ্রমিকের ভাইয়েরা। বাবা মারা গেছেন অনেকদিন আগেই। সোমবারই মৃত্যু হয়েছে মায়ের। আর ঠিক তার পর দিন দাদার মৃত্যুর খবর পেয়ে শোকে প্রায় পাথর হয়ে গিয়েছেন বাকি ৩ ভাই।

















