Jayanta Singh: আড়িয়াদহকাণ্ডের চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত সিংহ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত সিংহ। ডানলপ ISI-এর কাছ থেকে গ্রেফতার জয়ন্ত। গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ
সরকারি জমি দখল নিয়ে এবার দলীয় নেতাদের হুঁশিয়ারি দিলেন নারায়ণ গোস্বামী। বাগদা উপনির্বাচনের আগে কর্মী সম্মেলনে গিয়ে অশোকনগরের তৃণমূল বিধায়ক বলেন, যত বড়ই তৃণমূল নেতা হোন, সরকারি জায়গা দখল করতে পারবেন না। যদি করেন, ২৪ ঘণ্টার মধ্য়ে নিজে দাঁড়িয়ে থেকে খালি করে দিন। আমাকে মাঠে নামতে হলে, সেটা বিপজ্জনক হবে। পাশাপাশি, বাগদা উপনির্বাচনে তৃণমূলের ফল ভাল না হলে, দলের শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট যাবে বলেও হুঁশিয়ারি দেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। বাগদা পঞ্চায়েতের তৃণমূল প্রধানই সরকারি সম্পত্তি দখল করে রেখেছেন, আগে সেটা ভেঙে দেখান, তৃণমূল বিধায়ককে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। তৃণমূল প্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
বর্ষার হাত ধরে ফিরল ডেঙ্গি-আতঙ্ক। ৭ দিনে রাজ্যে আক্রান্ত ১২৯ জন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ২৬ জুন পর্যন্ত রাজ্যে ১ হাজার ৩২৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৭৬ জন। দু’নম্বরে মালদা, জেলায় ১৭৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত ১৫৩ জন। হুগলিতে সংখ্যাটা ১৪৫ ছুঁয়েছে। কলকাতায় চলতি বছরে এখনও পর্যন্ত ১১৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গত বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক, প্রায় ১ লক্ষ ৭ হাজার জন। যা ভেঙে দিয়েছিল গত ১২ বছরের রেকর্ড। এবার পরিস্থিতি কী হয়, তা নিয়ে চিন্তিত স্বাস্থ্য কর্তারা।