(Source: ECI/ABP News/ABP Majha)
Jhargram News: ফের চোর সন্দেহে গণপিটুনি, ঝাড়গ্রামে টোটো চালককে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার ২
ABP Ananda LIVE: মৃতের বন্ধুরও হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ২২ জুন রোলারের যন্ত্রাংশ ও স্কুটার চুরির অভিযোগে গণপিটুনিতে(lynching death) গুরুততর জখম হন দুই যুবক। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে জামবনির চিল্কিগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় ওইদিনই ২ যুবককে ঝাড়গ্রাম (jhargram)মেডিক্যাল কলেজ হাসপাতালে (medical college)স্থানান্তরিত করা হয়। গতকাল সেখানেই মৃত্যু হয় টোটো চালক সৌরভের।
রাহুল গাঁধী বলেন, ' আমরা সবাই মিলে সংবিধানকে রক্ষা করেছি। এরপরেই তিনি কটাক্ষ করে বলেন, ' ভাল লাগছে, প্রতি দু-তিন মিনিট অন্তর বিজেপি লোকেরা সংবিধান- সংবিধান -সংবিধান করে চলেছে।' এরপরেই তিনি বলেন, 'ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করলেই প্রতিহিংসা। সংসদে বিরোধী আসনে বসে আমি আনন্দিত ও গর্বিত। আইডিয়া অফ ইন্ডিয়ার উপর হামলা হয়েছে।' মূলত দেশজুড়ে আজ থেকে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা-সহ ৩ নতুন আইন। আইপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।