Jharkhand News: হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে হত্যা
ABP Ananda Live: হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন। নিহত কুমার গৌরব NTPC-র ডেসপ্যাচ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার। হাজারিবাগ থেকে ফাতাহার যাওয়াক পথে গুলি করে খুন। ঝাড়খণ্ডের হাজারিবাগে NTPC-র ডেপুটি জেনারেল ম্যানেজারকে গুলি করে খুন। নিহত কুমার গৌরব ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের ডেসপ্যাচ বিভাগের DGM. তাঁর কর্মস্থল ছিল হাজারিবাগের কেরেদারিতে। হাজারিবাগ থেকে ফাতাহার দিকে যাচ্ছিলেন NTPC-র ওই আধিকারিক। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কে বা কারা, খুন করল, খতিয়ে দেখছে হাজারিবাগ থানার পুলিশ।
ভোটার লিস্টে বাবার নাম, এমনকি নিজের নামও বদলে ফেলেছেন বিজেপি কর্মী?
ভোটার লিস্টে বাবার নাম, এমনকি নিজের নামও বদলে ফেলেছেন বিজেপি কর্মী। এবার উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার বয়রা গ্রাম পঞ্চায়েতে বাংলাদেশ থেকে আসা ভুয়ো ভোটার ধরার অভিযোগ তুলল তৃণমূল। তাদের দাবি, ২০২৪-এর ভোটার লিস্টে নাম ছিল, অসীম দে, বাবার নাম দুলাল দে। ২০২৫-এর নতুন ভোটার লিস্টে একই এপিক নম্বরে নাম পাল্টে গিয়ে হয়েছে সুভাষ কবিরাজ, বাবার নাম বাঁশিরাম কবিরাজ। তৃণমূলের বয়রা অঞ্চল সভাপতি অসিত মণ্ডলের দাবি, এই ভুয়ো ভোটারদের ভোটেই ছাব্বিশের ভোট-বৈতরণী পার হতে চাইছে বিজেপি। নাম এফিডেবিট করিয়েছি, বিজেপি করি বলে তৃণমূল মিথ্যা অভিযোগ করছে, দাবি সুভাষ কবিরাজ ওরফে অসীম দে-র। ভুয়ো ভোটারের দায় তৃণমূলের, পাল্টা দাবি বিজেপির। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বাগদার BDO.


















