SSC News: ১২ তারিখ পর্যন্ত জেল হেফাজত জীবনকৃষ্ণ সাহার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় ১২ তারিখ পর্যন্ত জেল হেফাজত জীবনকৃষ্ণ সাহার । ৬ দিনের হেফাজত শেষে ফের ব্যাঙ্কশাল কোর্টে জীবনকৃষ্ণ সাহা । ED-র বিশেষ আদালতে তোলার পর ছেলেকে জড়িয়ে ধরে কান্না বড়ঞার তৃণমূল বিধায়কের । আদালতে তোলার আগে বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হয় জীবনকৃষ্ণ সাহার । ২৫ অগাস্ট মুর্শিদাবাদের বড়ঞার বাড়ি থেকে গ্রেফতার করা হয় শাসক বিধায়ককে । হেফাজতে বিধায়ক, জীবনকৃষ্ণর পিসি সাঁইথিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকে জিজ্ঞাসাবাদ । সূত্রের খবর, জীবনকৃষ্ণর পিসির সম্পত্তির খতিয়ান, আর্থিক লেনদেন নজরে । জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য নিয়েই ফের তৃণমূল বিধায়ককে জেরা করতে চায় কেন্দ্রীয় এজেন্সি
আরও খবর....
আপাতত স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গায়। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলাতে ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। তার জেরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

















