Jukti Takko: কেন্দ্র এবং রাজ্য দুটি ক্ষেত্রেই দ্বিচারিতার সরকার: তিলোত্তমা মজুমদার | ABP Ananda live
ABP Ananda LIVE: '৭৫ বছর আগের প্রেক্ষাপট, আজকের প্রেক্ষাপট পুরো আলাদা, ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক অনেক পুরোনো এবং সেটা শোষণের । দেশের সব দলই রাজনীতির সঙ্গে দলকে ব্য়বহার করেছে । দেশে খুব কম নেতাই ভাবতে শিখিয়েছেন 'আগে তুমি ভারতীয়' । বৈচিত্রের মধ্যে ঐক্য যারা নষ্ট করতে চায় তারা বেকারত্ব দূর করতে পেরেছে ? কেন্দ্র এবং রাজ্য দুটি ক্ষেত্রেই দ্বিচারিতার সরকার । দেশ বিজ্ঞানের পথে এগোচ্ছে নাকি পিছোচ্ছে ? ধর্ম কেন্দ্রিক রাজনীতি ঘৃণা ছড়াতে শিখেছে', যুক্তি তক্কো অনুষ্ঠানে মন্তব্য তিলোত্তমা মজুমদারের
টিকিট কাটাকে ঘিরে ব্যান্ডেল স্টেশনে উত্তেজনা
টিকিট কাটাকে ঘিরে ব্যান্ডেল স্টেশনে উত্তেজনা। ব্যান্ডেল স্টেশনে ১ নম্বর কাউন্টারে ভাঙচুর। মত্ত যুবকদের তাণ্ডব, ভেঙে দেওয়া হয় টিকিট কাউন্টারের কাচ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত আরপিএফ জওয়ান। রেল পুলিশের জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ।
CBI-এর ২৮ পাতার চার্জশিটের ২ জায়গায় আমার নাম। বাকি আর কিছু নেই। বিজেপির মতই CBI-ED ভাববাচ্যে এখন কথা বলছে। আদালতে প্রমাণ দিন, আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে ফাঁসির মঞ্চে মৃত্যু বরণ করবো। নেতাজি ইন্ডোরে বিজেপিকে নিশানা অভিষেকের।




















