Naushad Siddiqui: 'সবাই গন্ডগোলের সঙ্গে যুক্ত জানলেন কী করে ',নৌশাদ-মামলায় রাজ্যকে প্রশ্ন বিচারপতির
নৌশাদ সিদ্দিকি (Naushad Siddiqui) মামলায় বিচারপতি দেবাংশু বসাকের প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য। ৬৫ জন মামলাকারি আছেন, ঘটনায় প্রত্যেকের ভূমিকা প্রমাণ করতে পারবেন তো ?রাজ্যকে প্রশ্ন বিচারপতির। সবাই গন্ডগোলের সঙ্গে যুক্ত আছে জানলেন কি করে ? রাজ্যকে প্রশ্ন বিচারপতি বসাকের।'কেউ হয়তো পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন, গন্ডগোলের সময় পাশে দাঁড়িয়েছিলেন''তাঁর এই গন্ডগোল কি ভূমিকা থাকতে পারে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। যদি রাজ্য দেখায় সিদ্দিকির উস্কানিমূলক বক্তব্যে এই ঘটনা ঘটেছে , তাহলে? - মামলাকারির আইনজীবীকে প্রশ্ন বিচারপতির । তাঁর মক্কেল পুলিশকে মারতে বলেছেন এমন কোনও প্রমাণ নেই, জানালেন সিদ্দিকির আইনজীবী



















