Kakdwip Incident : কাকদ্বীপের ভোটার তালিকায় বাংলাদেশি, অভিযোগে জড়িয়েছে তৃণমূলের নাম ! TMC News
ABP Ananda LIVE : ফেলো কড়ি, পাও ভারতের ভোটার কার্ড। ব্য়াপারটা যেন এতটাই জলভাত! দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে সামনে আসছে এমনই বিস্ফোরক অভিযোগ! আর সেই অভিযোগে জড়িয়েছে তৃণমূলের নাম!! কাকদ্বীপের ভোটার তালিকায় নাম থাকা সুজন সরকার বাংলাদেশ থেকে এসেছেন। তাঁর সরাসরি অভিযোগ, তৃণমূল নেতাকে ১০ হাজার টাকা দিয়ে নাম তুলিয়েছেন ভোটার তালিকায়। বাংলাদেশ থেকে আসা অর্জুন দাসের দাবি, ভোটার তালিকায় নাম তোলার জন্য় তাঁর কাছে টাকা চেয়েছিলেন তৃণমূলকর্মী কাশীনাথ বিশ্বাস। অভিযোগ অস্বীকার করতে গিয়ে, তৃণমূলকর্মী কাশীনাথ বিশ্বাসের মুখে উঠে এসেছে, সুন্দরবন সাংগঠনিক জেলার TMCP সভাপতি দেবাশিস দাসের নাম। তিনি বলছেন--- "এখানে আমার নেতা দেবাশিস দাস।" এই দেবাশিস দাস কে? এর আগে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ নিউটন দাসেরই নাম পাওয়া গেছিল ভারতের ভোটার তালিকায়। তাঁর সঙ্গেও ছবিতে দেখা গেছিল এই দেবাশিস দাসকে। যদিও, বাংলাদেশ থেকে আসা অর্জুন দাসকে চেনার কথা অস্বীকার করেছেন তিনি। অন্য়দিকে, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তৃণমূলকে কটাক্ষ করে বলছেন--- "তারা জাতীয় দলের মর্যাদা হারিয়েছে। কিনতু, এমন কর্মী তৈরি করতে সমর্থ হয়েছে, যারা আন্তর্জাতিক কর্মী। যারা পশ্চিমবঙ্গেও তৃণমূল কংগ্রেস করে, আবার বাংলাদেশে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে।"



















