Mamata Banerjee: বাড়ির কালী পুজোতে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ন সব করলেন নিজে হাতে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দৈনন্দিন প্রশাসনিক ব্যস্ততা ছেড়ে বাড়ির কালী পুজোতে অন্য মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ ভোগ রান্না থেকে অতিথি আপ্যায়ন নিজে হাতে সব করলেন তিনি পুজো উপলক্ষে তার বাড়িতে হাজির ছিলেন সাধারণ মানুষ থেকে ভিভিআইপি সকলে।
আরও খবর..
দীপাবলি মানে আলোর উৎসব। এই উৎসবে যাবতীয় অন্ধকার ঘুচে যায়, আলোর রোশনাইয়ে ভেসে যায় চারদিক। কিন্তু এই আলোর ছটার মধ্য়েও অসংখ্য় শিশু আছে, দারিদ্রতার অন্ধকারে যাদের জীবন নিমজ্জিত। তবে আলোর উৎসব থেকে তারা যাতে বঞ্চিত না হয়, তার জন্য় প্রতি বছর বিশেষ আয়োজন করে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। এবারও প্রায় হাজার খানেক শিশুর হাতে পোশাক তুলে দেওয়া থেকে শুরু করে তাদের জন্য় খাওয়া-দাওয়ার ব্য়বস্থা করা হয় জেলা পুলিশের তরফে। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন দে। শিশুদের পাশাপাশি তাদের পরিবারের মুখেও যাতে এই দিনে হাসি ফোটে তারও উদ্য়োগ নেয় পুলিশ বাহিনী।
কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী। জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন। তিনি অসুখ বিনাশিনী। মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি। নরমুণ্ডই দেবীর অলঙ্কার। যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা। বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক। যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন। মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন। শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক। ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী।