Kalyan Banerjee: 'বিজেপির এজেন্ডা পূরণ করার জন্যই এসব করা হচ্ছে', কোন প্রসঙ্গে বললেন কল্যাণ ?
ABP Ananda LIVE: ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত? আচার্যের বৈঠকে গরহাজির উপাচার্যদের ব্যাখ্যা তলব। বৈঠকে গরহাজির উপাচার্যদের ব্যাখ্যা তলব রাজ্যপালের। অপরাজিতা বিল ফেরতের পর এবার বৈঠকে গরহাজিরায় ব্যাখ্যা তলব। আজ ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজভবনে ডাকেন আচার্য। বৈঠকে ছিলেন ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাকিরা গরহাজির। রাজ্যপাল নিযুক্ত উপাচার্যরাই মূলত বৈঠকে ছিলেন, সূত্রের খবর। 'যাঁরা বৈঠকে উপস্থিত ছিলেন না, তাঁদের ব্যাখ্যা চাওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে সংশ্লিষ্ট উপাচার্যদের রাজভবনে ঢোকা বন্ধ। বৈঠকে গরহাজির উপাচার্যদের কড়া বার্তা সিভি আনন্দ বোসের। 'বিজেপির এজেন্ডা পূরণ করার জন্যই এসব করা হচ্ছে', বললেন কল্যাণ
Dilip Ghosh:'কালিমালিপ্ত ও বদনাম করার চেষ্টা চলছে' ; ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের
ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের। লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ বিজেপি নেতার। 'আমাকে কালিমালিপ্ত ও বদনাম করার চেষ্টা চলছে। এর আগেও আমি দল ছাড়ছি বলে রটানো হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ায় নোংরা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। আইনের দ্বারস্থ হয়েছি, সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি', পুলিশ ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলীপ ঘোষের।



















