Kalyani Fire cracker blast: কল্যাণী রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে অন্তত ৩ জনের মৃত্যু
ABP Ananda Live: চারদিকে ধোঁয়া, পুড়ে ছাই হয়ে গেছে, তার মধ্যে থেকেই বের করা হচ্ছে একের পর এক ঝলসানো মৃতদেহ। বৃহস্পতিবার কল্যাণীর রথতলার এক বাজি কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে ঝলসে মৃতের সংখ্যা বেড়ে ৪। এদের মধ্যে রয়েছেন ৩ জন মহিলা। বিস্ফোরণস্থলে পৌঁছেছেন রানাঘাট পুলিশ জেলার SP ও কল্যাণী থানার পুলিশ। পৌঁছেছে দমকলও। বিস্ফোরণের পর জনবহুল এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
তবে কীভাবে জনবহুল এলাকায় তৈরি হল বাজি কারখানা? সেই নিয়েই উঠছে প্রশ্ন। এদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা এলাকা কেঁপে ওঠে। গোটা বাজি কারখানাটিই উড়ে যায় বিস্ফোরণের তীব্রতায়। দমকল আসার আগে স্থানীয়রাই টিউবওয়েল থেকে বালতি বালতি জল এনে আগুন নেভানোর চেষ্টা করে।
'ভোটে জিতে নিয়ম তৈরি করুন', পরিচালকদের হুঁশিয়ারি স্বরূপ বিশ্বাসের
টালিগঞ্জে শ্যুটিং নিয়ে অচলাবস্থা অব্যাহত । টালিগঞ্জে বন্ধ শ্যুটিং, ফ্লোরে নেই পরিচালকরা । সকাল থেকে ফ্লোরে দেখা নেই পরিচালকদের । শ্যুটিংয়ের কল টাইম থাকায় সকাল ১০টার মধ্যে অভিনেতা, অভিনেত্রীরা চলে আসেন । স্টুডিওয় চলে আসেন মেকআপ আর্টিস্টরাও । সকাল ১০টা বেজে গেলেও এখনও পর্যন্ত পরিচালকদের দেখা মেলেনি । টেকনিসিয়ান স্টুডিওতে কাজ বন্ধ, পৌঁছলেন স্বরূপ বিশ্বাস।




















