Train Accident: 'মালগাড়ির ওভারস্পিড, গেটম্যান জানালেও সিস্টেম ফেল করায় দুর্ঘটনা', দাবি DRM-এর
ABP Ananda Live: 'মালগাড়ির ওভারস্পিড, গেটম্যান জানালেও সিস্টেম ফেল করায় দুর্ঘটনা'। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ৩দিন পর দাবি কাটিহারের ডিআরএমের। 'মালগাড়ি ওভারস্পিডে যাচ্ছিল, কন্ট্রোলরুমে জানিয়েছিলেন একজন গেটম্যান'। 'কন্ট্রোলরুমের সিস্টেম ফেল করায়, তা জানানো যায়নি'। 'ফোনে যোগাযোগ করার আগেই দুর্ঘটনা ঘটে যায়'দাবি কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমারের। ৩জন গেটম্যানের বয়ান রেকর্ড করল রেলের তদন্ত কমিটি।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রেল পুলিশের FIR নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন আহত যাত্রী। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের মহিলা যাত্রীর দাবি, সাদা কাগজে সই করিয়ে তাঁর অজান্তেই অভিযোগ দায়ের করা হয়েছে। শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দা চৈতালি মজুমদার কলকাতা যাওয়ার জন্য সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠেন। দুর্ঘটনায় আহত চৈতালি ভর্তি ছিলেন শিলিগুড়ির রেল হাসপাতালে। ওই মহিলা যাত্রীর দাবি, ওই দিন রাতে GRP এসে তাঁর বয়ান রেকর্ড করে সাদা কাগজে সই করায়। বাড়ির ঠিকানাও জানতে চায়। কিন্তু সেটাই যে অভিযোগ হিসেবে নেওয়া হয়েছে, সে সম্পর্কে কিছুই তাঁকে জানানো হয়নি। মহিলা যাত্রী পরে জানতে পারেন, ট্রেন দুর্ঘটনায় তাঁর অভিযোগের ভিত্তিতেই মালগাড়ির চালকদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। রেল পুলিশ সূত্রে দাবি, লিখিত অভিযোগের ভিত্তিতেই FIR করা হয়েছে। ওই মহিলাই অভিযোগ করেছিলেন। ইতিমধ্যেই SIT গঠন করে তদন্ত শুরু হয়েছে।