Kasba Incident: কসবাকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিতের নিয়োগ কীভাবে হয়েছিল?
ABP Ananda LIVE: কসবাকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিতের নিয়োগ কীভাবে হয়েছিল এবার জানতে চায় পুলিশ। মনোজিতের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পুলিশ ইতিমদ্য়ে বাজেয়াপ্ত করেছে। পুলিশের স্ক্যানারে নিয়োগসংক্রান্ত যাবতীয় নথি। অ্যাটেনডেন্সের জন্য নির্দিষ্ট রেজিস্টারও বাজেয়াপ্ত করা হয়েছে। কলেজে মনোজিতের আসা-যাওয়ার তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।
২ বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ, হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলার আর্জি শান্তনুরষ মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিন্হার, সোমবার শুনানি। 'আমাকে সিদ্ধান্ত জানানো হয়নি, সংবাদমাধ্যমে জেনেছি রেজিস্ট্রেশন বাতিল'। 'বৈঠকে ডাকা হয়, আমার জবাব বিবেচনাতেই আনা হয়নি'। '২০১৯-এ গ্লাসগো থেকে পাওয়া সাম্মানিক স্বীকৃতি বিবেচনায় আনা হয়নি'। অভিযোগ তুলে বিচারপতির দৃষ্টি আকর্ষণ শান্তনুর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের। শান্তনু সেনের বিরুদ্ধে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে না জানিয়ে ডিগ্রি ব্যবহারের অভিযোগ। গতকালই ২ বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের।

















