Kasba TMC Clash: 'বারবার কেন এটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে বুঝতে পারছি না,' কসবার ঘটনায় প্রতিক্রিয়া লিপিকা মান্নার | ABP Ananda LIVE
ভোট মিটতেই কসবায় চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। রাজডাঙার পর এবার ইন্দু পার্ক এলাকা। ফের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা সংঘর্ষে জড়ালেন। কিন্তু ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার কথায়, 'কে কী অভিযোগ করছেন আমার জানার দরকার নেই। আমি জানি যে আমি শান্তিপ্রিয় মানুষ, আমি ঝগড়া ঝামেলা করি না। আসল ঘটনা যেটা সামনে আসুক। আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটের গন্ডগোল নিয়ে। প্রশাসনকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। বারবার কেন এটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে বুঝতে পারছি না। কে কারা করেছে তা সামনে আসুক, সাজা হোক।'
যদিও এলাকায় রাতে বোমাবাজি-গুলি চলারও অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজের খোল। পুলিশের সামনেই এক মহিলার মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে, ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।