Kashipur Incident: 'ভালো ছেলে, পাশে আছি', কাশীপুরকাণ্ডে ধৃত অভিজিতের পাশে আনোয়ার খান | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভালো ছেলে, পাশে আছি। ডেপুটি মেয়র অতীন ঘোষের পর এবার কাশীপুরকাণ্ডে ধৃত অভিজিৎ মণ্ডল ওরফে রানার পাশে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের আরও এক বাহুবলী নেতা আনোয়ার খান।
ভিনরাজ্যে পালানোর ছক কষেছিল কাশীপুরে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানা। তাকে খড়গপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রোমোটারকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ৩। খবর সম্প্রচারের পরই ২ জনকে গ্রেফতার করে পুলিশ। কাশীপুরে তোলা চেয়ে প্রোমোটারের উপর হামলায় ধৃতের সংখ্যা বেড়ে ৬। ধৃতদের ১৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত। ধৃতদের বিরুদ্ধে মারধর, হামলা, তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা পুলিশের।
ইসলামপুরে শ্যুটআউট, খুন তৃণমূল নেতা। জাতীয় সড়কের ধারে গুলিবৃষ্টিতে জখম আরও ১ তৃণমূল নেতা। সিবিআই তদন্তের দাবি নিহত তৃণমূল নেতার পরিবারের। ষড়যন্ত্র করে পরিকল্পিত খুন, দাবি নিহত তৃণমূল নেতা বাপি রায়ের পরিবারের। রাতে ধাবায় কেন পঞ্চায়েতের টেন্ডার নিয়ে বৈঠক? প্রশ্ন নিহতের পরিবারের। ২ তৃণমূল নেতাকে ঘিরে ধরে গুলি ৯-১০জন দুষ্কৃতীর, এখনও অধরা আততায়ীরা।