Kashmir Attack:সীমান্ত সন্ত্রাসে মদত,৩ দশক ধরে কীর্তির কথা কবুল এবার খোদ পাক প্রতিরক্ষামন্ত্রীর
ABP Ananda Live: সীমান্ত সন্ত্রাসে মদত, জঙ্গিদের আশ্রয়। ৩ দশক ধরে কীর্তির কথা কবুল এবার খোদ পাক প্রতিরক্ষামন্ত্রীর! আমেরিকা-ব্রিটেনের জন্যেই সন্ত্রাসে মদতের সাফাই।
পহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটক নিধন, প্রত্যাঘাতের পথে ভারত
পহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটক নিধন, প্রত্যাঘাতের পথে ভারত। প্রধানমন্ত্রীর হুঙ্কারের পরেই প্রত্যাঘাত, বিস্ফোরণে উড়ল জঙ্গিদের বাড়ি। পুলওয়ামা: ত্রালে বিস্ফোরণে উঠল লস্কর জঙ্গি আসিফ শেখের বাড়ি। অনন্তনাগ: বিস্ফোরণে গুঁড়িয়ে গেল লস্কর জঙ্গি আদিল গুড়ির বাড়ি। বান্দিপোরা: সেনার সঙ্গে গুলির লড়াইয়ে লস্কর-ই-তৈবার জঙ্গি নিকেশ। জয়পুর: থর মরুভূমিতে পাক সীমান্তের কাছে সপ্তশক্তি কামানের মহড়া আম্বালা, হাসিমারা: রাফাল, সুখোইয়ের 'আক্রমণ' মহড়া । INS সুরাত থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সমুদ্রে নামল INS বিক্রান্ত।
দার্জিলিঙের সুকনায় উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন
দার্জিলিঙের সুকনায় উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন। NJP থেকে কার্শিয়ং যাওয়ার সময় উল্টে গেল টয় ট্রেনের ইঞ্জিন।



















