Kashmir News:পহেলগাঁওয়ে ২৬জন হত্যা,শ্রীনগরের ২৬ জায়গায় এনআইএ অভিযান, বৈসরনে গিয়ে হামলার পুনর্নির্মাণ
ABP Ananda Live:পহেলগাঁওয়ে হিন্দু হত্যা, NIA স্ক্যানারে জঙ্গি ফারুক আহমেদ তিদওয়ার। পহেলগাঁওয়ে হামলায় সরাসরি জড়িত ফারুক আহমেদ, NIA সূত্রে খবর । আগেই কুপওয়াড়ায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ফারুকের বাড়ি। ২ বছর পাক-অধিকৃত কাশ্মীরে লুকিয়েছিল লস্করের শীর্ষ কমান্ডার ফারুক । ফারুকের তৈরি ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স নেটওয়ার্ক একাধিক হামলায় জড়িত। ১৯৯০-২০১৬, একাধিকবার পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ ফারুকের। গত ২ বছর ধরে অ্যাপের মাধ্যমে সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখত ফারুখ।
অগ্নিকাণ্ডে বড়বাজারের হোটেলে মৃত্যুমিছিল, আটক ম্যানেজার; এখনও বেপাত্তা মালিক
ঋতুরাজ হোটেলের একতলায় রয়েছে দোকান এবং গোডাউন। উপরের অংশে হোটেল। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধে সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ হোটেলের ১ তলার রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপর, গোটা হোটেলে ছড়িয়ে পড়ে ধোঁয়া। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। ভোররাত পর্যন্ত চলে সার্চ অপারেশন। অগ্নিকাণ্ডের পরেই উধাও হোটেল মালিক। ইতিমধ্যেই তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে FIR। তবে আটক করা হয়েছে হোটেল ম্যানেজারকে।
আগুনের জেরে এখনও পর্যন্ত দুই শিশু, এক মহিলা-সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের দেহ শনাক্ত করা হয়েছে। হোটেল থেকে অনেককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় RG কর, NRS ও কলকাতা মেডিক্যাল কলেজে। ২ জন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতদের মধ্য়ে অনেকেই ভিনরাজ্যের বাসিন্দা। প্রাণ বাঁচাতে পাইপ বেয়ে নামতে গিয়ে মৃত্যু হয় একজনের। কেউ কেউ ছাদের কার্নিস থেকে পড়ে যান। অন্ধকারে অনেকে সিঁড়ি দিয়ে নীচে নামার চেষ্টা করেছিলেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। হোটেলের ঘরে, শৌচাগারে,করিডরে এবং সিঁড়িতে দেহ মেলে।


















