এক্সপ্লোর
Kharagpur: খড়গপুর শহরে জোড়া ছিনতাই, লুঠে বাধা দেওয়ায় মহিলাকে মারধরের অভিযোগ।Bangla News
একঘণ্টার ব্যবধানে খড়গপুর শহরে জোড়া ছিনতাইয়ের ঘটনা ঘটল। লুঠে বাধা দেওয়ায় মহিলাকে মারধরের অভিযোগ। গতকাল রাতে দুটি ঘটনাই ঘটে খড়গপুরের ওল্ড সেটলমেন্ট এলাকায়। রাত ৮টা নাগাদ বাড়ির সামনে স্কুটার দাঁড় করিয়ে গেট খুলছিলেন এক মহিলা। অভিযোগ, সেইসময় বাইক আরোহী দুই দুষ্কৃতী এসে সোনার হার ছিনতাই করে পালায়। টানা হেঁচড়ায় হারের অর্ধেক অংশ রয়ে যায় মহিলার হাতে। এরপর রাত ৯টা নাগাদ একই এলাকায় দুই বাইক আরোহী দুষ্কৃতী অটো থেকে নামা এক মহিলার হার ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ। একই দল দুটি ঘটনা ঘটিয়েছে কিনা খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ।
জেলার
ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি। উদ্যোক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
আরও দেখুন


















