Weather Update: অষ্টমীর আকাশ ঢাকা পড়ল কালো মেঘে, বৃষ্টিতে ভিজল দক্ষিণ কলকাতার একাংশ
ABP Ananda LIVE : আজ মহাষ্টমী। সকাল থেকেই বিভিন্ন জায়গায় কুমারী পুজো। বেলুড় মঠেও কুমারীপুজোর আয়োজন। এরপর মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, মাইকে স্তোত্রপাঠ। মহাষ্টমীতে বিভিন্ন জায়গায় কুমারী পুজোরও আয়োজন।দুপুরেই সন্ধিপুজো। অষ্টমী পেরিয়ে নবমীতে প্রবেশ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম--সর্বত্রই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি। মণ্ডপে মণ্ডপে বাড়বে রঙিন জামা-কাপড়ে সাজা মানুষের ভিড়। বড়দের হাত ধরে ভিড়ের মাঝে কচি-কাঁচারাও৷ শুধু তো ঠাকুর দেখা নয় সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া। অষ্টমীর আকাশ ঢাকা পড়ল কালো মেঘে, বৃষ্টিতে ভিজল দক্ষিণ কলকাতার একাংশ।
আরও পড়ুন...
বেলুড় মঠে কখন শুরু সন্ধিপুজো?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে বেলুড় মঠে সন্ধিপুজো শুরু হবে বিকেল ৫টা ৪৩ মিনিট থেকে, চলবে সন্ধে ৬টা ৩১ মিনিট পর্যন্ত। বেলুড় মঠের সদাব্রত ভবনে সাধারণের জন্য আজও দুপুরে ভোগ বিতরণ করা হবে। সপ্তমী, অষ্টমী, নবমী, পুজোর ৩ দিন সারা দিন বেলুড় মঠে সাধারণের অবারিত দ্বার।



















