Kolkata Book Fair 2022: ২৮ দিন পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু কলকাতা বইমেলা | Bangla News
রাজ্যে কমল দৈনিক সংক্রমণ। রবিবারের থেকে টেস্টও কমেছে ১৮ হাজারের বেশি। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩।
কলকাতায় কনটেনমেন্ট জোন (Containment Zone) কমে ৩৩। পুরসভার যে কোনও সেন্টারেই ভ্যাকসিন পাবে ১৫-১৮ বয়সীরা, জানালেন মেয়র।
আজ থেকে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা যাবে জিম। রাত ৯টা পর্যন্ত যাত্রার ক্ষেত্রেও এক ছাড়। করোনাবিধি মেনে করা যাবে আউটডোর শ্যুটিং।
করোনা, সঙ্গে বিধাননগর ভোট। ২৮ দিন পিছল কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। ৩১-র বদলে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথার পরে জানিয়ে দিল গিল্ড।
কলকাতা, ঠাকুরনগরের পর বনগাঁ, বিজেপির বিক্ষুব্ধদের নিয়ে মণ্ডল সভাপতির বাড়িতে পিকনিকে শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। হাজির তিন বিধায়ক।
কলকাতা পুরসভার (KMC) ৪ নং বরোর নতুন চেয়ারপার্সন হলেন সাধনা বসু (Sadhana Basu)। চেয়ারপার্সন নির্বাচনের দিন গরহাজির ছিলেন বিজেপির (BJP) দুই কাউন্সিলর। যদিও সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন সাধনা বসু।