Fake Police Station: নয়ডার পর কলকাতায় প্রাক্তন তৃণমূল নেতার 'নকল থানার' হদিশ
ABP Ananda LIVE: নয়ডার পর কলকাতায় প্রাক্তন তৃণমূল নেতার 'নকল থানার' হদিশ। নয়ডায় ভুয়ো থানার তদন্তে নেমে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী ও তাঁর ছেলে-সহ ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, প্রতারণার উদ্দেশে পুলিশের মতো লোগো ব্যবহার করে ভুয়ো অফিস খুলে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করত অভিযুক্তরা।
আর এবার একেবারে খাস কলকাতায় হদিশ মিলল বিভাস অধিকারীর 'নকল থানা'র। বেলেঘাটা থানা মাত্র ১ কিলোমিটার দূরে, ফুলবাগান থানা থেকে দূরত্ব আরও কম। সেখানেই এক বহুতলের দুটি ঘর ভাড়া নিয়ে দফতর খোলা হয়েছিল। যার বাইরে একাধিক বোর্ডে লেখা থাকত - ন্য়াশনাল ব্যুরো অফ সোশাল ইনভেস্টিগেশন অ্য়ান্ড সোশাল জাস্টিস! স্থানীয়দের দাবি, বিভাস অধিকারী গ্রেফতার হতেই সেই বোর্ড তড়িঘড়ি খোলা হয়েছে। সর্বক্ষণ ৪ জন বডিগার্ড, একেবারে নীলবাতিওয়ালা গাড়িতে সওয়ার হতেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। এমনই দাবি স্থানীয়দের। রবিবার রাতে বিভাস অধিকারী গ্রেফতার হতেই, সোমবার সেখানে যান বেলেঘাটা থানার পুলিশ আধিকারিকরা। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।



















