Fake Medicine: ২৩ শিশুর মৃত্যুর পর সিরাপ নিয়ে নড়েচড়ে বসল কেন্দ্র ও রাজ্য, কারখানায় শুরু নজরদারি
ABP Ananda Live: ২৩ শিশুর মৃত্যুর পর সিরাপ নিয়ে নড়েচড়ে বসল কেন্দ্র ও রাজ্য, কারখানায় শুরু নজরদারি। শুধু কাফ সিরাপের ক্ষেত্রেই নয়, সব ওষুধের গুণমান ঠিক রাখতে এবার কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্যভবন। ওষুধের সব ব্যাচের গুণমান পরীক্ষা করে তবেই সরকারি জায়গায় পাঠানো যাবে বলে জারি হল নির্দেশিকা। সেন্ট্রাল মেডিসিন স্টোরে সেই রিপোর্ট জমা পড়লে তবেই ওষুধ বন্টনের ছাড়পত্র মিলবে, নইলে নয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হল স্বাস্থ্যভবনের নির্দেশিকায়। রাজ্যের পাশাপাশি, ওষুধের গুণমান নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোল বোর্ডও।
হয় ড্রেজিং করুন, নয় ফরাক্কা বাঁধ ভেঙে দিন, বন্যা নিয়ে DVC-কে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। মেঘ ভাঙা বৃষ্টিতে কলকাতার ডুবে যাওয়া হোক কিংবা, উত্তরবঙ্গ বিপর্যয়। মুখ্যমন্ত্রীর নিশানায় বরাবরই ছিল DVC. আর বুধবার, দার্জিলিং-এর প্রশাসনিক সভা থেকে সরাসরি ড্যামের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, "ড্রেজিং যদি না করো, তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও।" মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কটাক্ষের সুরে বলেছেন, "রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতেই পারেন, কিন্তু বাঁধ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কী বিপ্লব করবেন জানা নেই।" এদিন উত্তরবঙ্গ বিপর্যয় নিয়েও ডিভিসি-কে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, "২০ বছর ধরে DVC কোনও ড্রেজিং করে না। যার ফলে পশ্চিমবঙ্গ, বিহার ভুক্তভোগী হয় প্রতি বছর।" যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি।




















