Abhijit vs Babul : ব্যক্তিগত আক্রমণ করলেন, গালাগালি করলেন।এটা কাম্য ছিল না :অভিজিৎ প্রসঙ্গে বাবুল
ABP Ananda Live: এবিপি আনন্দে বাবুল স্পষ্ট বলেন, "এখন উনি বলছেন আমি না কি মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলাম। সকলেই জানেন যে বাবুল সুপ্রিয় মদ্যপান করে না। সেতুতে কাজ চলছে বলে একটা লেন বন্ধ রয়েছে। আমার গাড়িতে বাতিও ছিল না। নিজেই গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ দেখলাম একটা গাড়ি বেপরোয়া ভাবে ছুটছিল। হুটার বাজাতে বাজাতে সবাইকে ওভারটেক করছে। আমার গাড়িও এমন ভাবে ওভারটেক করে যে একটা বাইকে ধাক্কা লেগে যেত। কিছুটা দূর এগিয়ে গাড়ি চালাতে চালাতেই চালকের কাছে জানতে চাই, কেন এভাবে গাড়ি চালাচ্ছ? দেখি, পিছনের সিট থেকে ঝুঁকে চালককে কেউ গাড়ি চালিয়ে নিয়ে যেতে নির্দেশ দিচ্ছেন। এর পর নেমে গিয়ে কথা বলি আমি। তখনই দেখলাম গাড়িতে তমলুকের সাংসদ লেখা। ওঁর সঙ্গে কখনও কথা হয়নি। আমি ভাল করেই কথা বলছিলাম। কিন্তু উনি গোড়া থেকেই অশ্রাব্য ভাষায় কথা বলছিলেন। ব্যক্তিগত আক্রমণ করলেন, বাংলায় গালাগালি করলেন। এটা কাম্য ছিল না। তর্কাতর্কি বা ঝগড়া হয়নি। গালাগালি করার দরকার ছিল না। উনি জানালেন, যা করেছেন বেশ করেছেন। যা করার করে নিতে। আমার পরিবারকে আক্রমণ করায় ক্ষমা চাইতে বলি। উনি যা বলেন আমাকে, তার পাল্টা জবাব আমিও দিই। কিন্তু ওঁর পরিবারকে গালি দিইনি। কিন্তু উনি বলছিলেন, 'তুই এখানে দাঁড়া। দেখ তোর কী করি।' উনি যে লাল-নীল বাতি লাগিয়েছিলেন, সেটাও বেআইনি। ওটা পুলিশের বাতি। এতে উনি বলেন, 'তুই beacon বানান বলতে পারবি'? আমি বললাম, এসব কী বলছেন। আমি বানান জানি না কে বলল আপনাকে?" প্রকাশ্য রাস্তায় বাবুল এবং অভিজিতের এমন সংঘাত ঘিরে সরগরম রাজ্যের রাজনীতি।