Kolkata News: আয়োজিত হল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনে শতবর্ষ ছুঁই ছুঁই পুজোর খুঁটিপুজো
ABP Ananda LIVE : বর্ষার শহরে শরতের আবাহন। পুজোর ঢাকে কাঠি পড়ল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনে। রবিবারের সকালে শতবর্ষ ছুঁই ছুঁই পুজোর খুঁটিপুজো আয়োজিত হল। এবার তাদের পুজোয় মূল আকর্ষণ নবদুর্গা।
Mamata Banerjee: মোদির আগেই রাস্তায় মমতা
২১ শে জুলাইয়ের ২ দিন আগেই রাজ্যে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আর মোদির সভার ঠিক ১ দিন আগে এবার কেন্দ্রের বিরুদ্ধে পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি খেদাওয়ের অভিযোগে ১৬ই জুলাই বড় কর্মসূচি ঘোষণা করল তৃণমূল।
অন্যদিকে, ৩ দিনে ৩ জেলায়, তৃণমূলের ৩ নেতাকর্মী খুন! ভাঙড়, ইংরেজবাজারের পর সাঁইথিয়া। বাইক থামিয়ে অঞ্চল সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। ঘটানস্থলেই মৃত্যু। লোকসভা ভোটের আগেও বাড়িতে চিরকুট ফেলে খুনের হুমকি। অভিযোগ সাঁইথিয়ার তৃণমূল নেতার পরিবারের।


















