Kolkata News: বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালক মৃ্ত্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার ২জন | ABP Ananda Live
ABP Ananda live: বিজয়গড়ে অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুন, অবশেষে গ্রেফতার ২জন । বেহালা থেকে ক্যাব চালক জয়ন্ত সেনকে খুনের অভিযোগে গ্রেফতার। এখনও ৩জন অধরা। মোট ৫ জনের নামে FIR করা হলেও ২জনকেই গএখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।
SSC-র ২০১৬ সালের পুরো প্য়ানেলই বাতিল। শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খুইয়েছেন ২৫ হাজার ৭৫২ জন। রাতারাতি চাকরি খুইয়ে কার্যত দিশেহারা যোগ্যরা। কীভাবে সংসার চলবে, সেই চিন্তা রাতের ঘুম উড়েছে হাজার হাজার চাকরিহারার। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বার্তা, "মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সবর্তোভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যাঁরা আছেন, তাঁদের পাশে আমরা সর্বতোভাবে থাকব। মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব।" শুধু তা-ই নয়, সমস্ত শিক্ষকের উদ্দেশে তাঁর বার্তা, "ভরসা রাখুন।"


















