Kolkata News: জানবাজারে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ। নারকেলডাঙাতেও ভেঙে পড়ল পরিত্যক্ত বাড়ি
ABP Ananda LIVE : প্রবল বৃষ্টির মধ্যেই কলকাতায় পরপর ভাঙল বাড়ি, ৩জন আহত। নারকেলডাঙা, জানবাজারের পর মুচিপাড়া, ফের ভাঙল বাড়ি। মুচিপাড়ার ৮ নম্বর রাজকুমার বসু লেনে ভাঙল বাড়ি, আহত ৩। মুচিপাড়ায় হুড়মুড়িয়ে ভাঙল বাড়ির একাংশ, ৩জন আহত । আহত ৩জনকে নিয়ে যাওয়া হল কলকাতা মেডিক্যালে ।
Rahul Gandhi : 'ইন্দিরা গান্ধীর ৫০ শতাংশ সাহসও যদি আপনার থাকে, তাহলে বলুন ট্রাম্প মিথ্যুক', মোদিকে চ্যালেঞ্জ রাহুলের
অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় আক্রমণাত্মক লোকসভার বিরোধী দলনেতা। পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলে দিলেন রাহুল গান্ধী। তাঁর যুক্তি, এই কারণেই সরকার সশস্ত্র বাহিনীর হাত পিছন থেকে বেঁধে দিয়ে তাদের আক্রমণ করতে বলেছে। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির মধ্যস্থতা দাবি করা ডোনাল্ড ট্রাম্পকে কেন প্রকাশ্যে মিথ্যুক বলছেন না প্রধানমন্ত্রী ?
রাহুলের কথায়, "ডোনাল্ড ট্রাম্প ২৯ বার বলেছেন যে উনি যুদ্ধ থামিয়েছেন। যদি এটা সত্যি না হয়, তাহলে প্রধানমন্ত্রীর তা অস্বীকার করে বলা উচিত, ট্রাম্প আপনি মিথ্যুক...যদি আপনার ইন্দিরা গান্ধীর সাহসিকতার ৫০ শতাংশও থেকে থাকে।"


















